ভারতের রাজস্থানের জয়পুরে হাজারো নারী জড়ো হয়েছিলেন বিক্ষোভ সমাবেশে। তারা নরেন্দ্র মোদি সরকারের প্রস্তাবিত ও বিতর্কিত ‘তিন তালাক বিল’ সংসদে পাস হওয়ার আগে ফিরেয়ে নেয়ার দাবি জানান। গতকাল বুধবারের বিক্ষোভের খবর আজ দিয়েছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম।
বিল প্রত্যাহারের দাবি সম্বলিত ব্যানার-ফ্যাস্টুন হাতে নিয়ে বোরকা পরা লক্ষাধিক নারী বিক্ষোভে অংশ নেন। সমাবেশের আয়োজন করে অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল লো বোর্ডের সদস্য ইয়াসমিন ফারুকী।
বিক্ষোভ শেষে স্থানীয় গভর্নরের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন নারীরা। তাতে বলা হয়, ভারতে সব ধর্মের মানুষের ধর্মীয় অধিকার সংবিধানে নিশ্চিত করা হয়েছে। সেই সব অধিকারে সরকার কোনোভাবেও হস্তক্ষেপ করতে পারে না।
ইয়াসমিন ফারুকী বলেন, ’যদি মোদিজি সত্যিই মুসলিম নারীদের ক্ষমতায়ন চান, তাহলে অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের মতো আমাদের জন্যও (চাকরিতে) কোটা বরাদ্দ করতে পারেন।’
Leave a reply