রাশিয়ার তৈরি নতুন ক্ষেপণাস্ত্র ‘সারমাট’ এর সফল পরীক্ষা পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার ভাণ্ডারে যোগ হওয়া নতুন প্রযুক্তির অস্ত্রের কাছে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ‘একদম অকেজো’।
রুশ পার্লামেন্টে বার্ষিক অধিবেশনে বক্তব্যে তিনি আরও জানান, নতুন পারমাণবিক ক্রুজ মিসাইলটি যে কোনো দূরত্বে আঘাত হানতে সক্ষম। শুধু তাই নয় কোন প্রতিরক্ষা ব্যবস্থা এই মিসাইলকে আটকাতে পারবে না।
পুতিন বলেন, ‘আমাদের নতুন মিসাইলগুলো রাডার বা অন্য কোনো কিছুতে ধরা পড়বে না।’ এগুলোকে ‘অদৃশ্য মিসাইল’ হিসেবে অভিহিত করেছেন পুতিন।
পুতিন আরও বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রের মজুদ আমাদের। কিন্তু তারপরও যারা আমাদের শক্তিকে উপেক্ষা করেছে, এই তথ্যগুলো তাদের জন্য।’
তবে নিজেদের শক্তির জানান দিলেও কাউকে আক্রমণের ইচ্ছা নেই বলে জানান তিনি। বলেন, ‘আমাদের কাউকে আক্রমণ করার বাসনা নেই। শুধুমাত্র আক্রান্ত হলেই লড়বো আমরা।’
গেল সপ্তাহে দেশটির উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি রগোজিন বলেছিলেন, নতুন ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে পারে। তিনি আরও বলেছিলেন, ‘বর্তমানে (যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বর্ম) আমাদের জন্য কোনো সামরিক হুমকি নয়, শুধু উস্কানি ছাড়া।’
Leave a reply