যুক্তরাষ্ট্রে এখন থেকে ১০০ ডলার পুরস্কার পাবে টিকাগ্রহণকারী সরকারি কর্মীরা। আবারও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জরুরি পদক্ষেপের অংশ হিসেবে এ প্রণোদনা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সরকারি কর্মীদের বিষয়ে নানা কড়াকড়ির ঘোষণা দেন তিনি।
বাইডেন বলেন, এখন থেকে কাজে যোগ দিতে দেখাতে হবে টিকাগ্রহণের সনদ। অন্যথায়, প্রতিদিন করাতে হবে করোনার নমুনা পরীক্ষা।
এছাড়া বাধ্যতামূলক মাস্ক পরা ও ভ্রমণের ওপর থাকবে কড়াকড়ি। সম্প্রতি ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে যুক্তরাষ্ট্রে ব্যাপকহারে বেড়েছে করোনা সংক্রমণ। বিশেষ করে যারা টিকা নেননি তাদের আক্রান্তের হার বেশি। বিপুল ভ্যাকসিনের মজুদ থাকার পরও নানা ধরনের গুজব ও অসতর্কতার কারণে টিকা নেয়নি দেশটির বিশাল জনগোষ্ঠী। ৩৩ কোটি জনগণের মধ্যে ১৬ কোটি ৩৮ লাখের মতো মানুষ নিয়েছে দুই ডোজ টিকা।
Leave a reply