নতুন করে ভারি বর্ষণ না হওয়ায় কিছুটা উন্নতির দিকে বান্দরবান ও কক্সবাজারের বন্যা পরিস্থিতি।
বান্দরবানের স্থানীয় প্রশাসন জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার (২৯ জুলাই) থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে না। এতে জেলার নিম্নাঞ্চলে প্লাবিত এলাকা থেকে ধীরে ধীরে নামতে শুরু করেছে পানি। বান্দরবান-থানচি, বান্দরবান-আলীকদম, বান্দরবান-রুমাসহ বেশিরভাগ ডুবে যাওয়া সড়ক থেকে পানি নামছে। সদরের সাথে সবগুলো উপজেলার যান চলাচল শুরু হয়েছে।
এদিকে, ভোরে কক্সবাজারের রামু-গর্জনিয়া সড়কে গাছ পড়ে যাওয়ায় রামুর সাথে গর্জনিয়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পানি কমতে শুরু করেছে কক্সবাজারের নিম্নাঞ্চলেও। তবে এখনও প্লাবিত আছে চকরিয়া, পেকুয়া, রামু ও সদরসহ কয়েকটি উপজেলার গ্রাম। বৃষ্টি কমলেও মাতামুহুরি-বাকখালি নদীর পানি বইছে বিপদসীমার ওপরে।
গত ৩ দিনে ভারি বর্ষণে পাহাড়ধস ও পানিতে ডুবে মারা গেছে ২১ জন।
Leave a reply