জামাই রাজ জেলে। বিপাকে শিল্পা। এরইমাঝে রাজের শ্যালিকা শমিতা শেঠিকে নিয়েও জোর বিতর্ক চলছে। এই সমালোচনার মাঝে হঠাৎ করেই টুইট করে বসলেন শমিতা, যা নিয়ে ইতোমধ্যে শোরগোল পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
শমিতা লিখেছেন, তোমার ভেতরে যে শক্তি রয়েছে তা সবার চোখে পড়ে না। তোমার ভেতরে থাকা আগুনের একটা ছোট্ট ফুলকি বারবার কানে বলে যায়। তুমি পারবে তোমাকে এগিয়ে যেতেই হবে। মানুষ তোমার এই শক্তিকে কী চোখে দেখবে তা তোমার হাতে নেই। তুমি যাই বল না কেন, মানুষের কানে সেই কথাই পৌঁছাবে যা তারা আসলে শুনতে চান। তাদের ব্যক্তিগত জীবনের টানাপোড়েন স্থির করে তোমার সমস্যাকে তারা কী চোখে দেখবেন। তাই বেশি না ভেবে, যা করছ তা সততার সঙ্গে করো, ভালোবেসে করে যাও।
1/2:
— Shamita Shetty 🦋 (@ShamitaShetty) July 29, 2021
Sometimes the strength within you is not a big fiery flame for all to see.. it is just a tiny spark that whispers ever so softy.. “You got this .. keep going “ .You can’t control how other people receive your energy . Anything you say or do gets filtered through the pic.twitter.com/DV9wCy1ZyA
গত ১৯ জুলাই মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার হাতে গ্রেফতার হন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। তারপর থেকেই রাজ কুন্দ্রার নামে সামনে আসতে শুরু করে একের পর এক অভিযোগ। এমনকি, এই বিতর্কে নাম জড়িয়েছে অভিনেত্রীর বোন শমিতা শেঠিও।
কয়েক দিন আগে পর্নকাণ্ডের অপর অভিযুক্ত অভিনেত্রী-মডেল গহনা বশিষ্ঠ জানিয়েছিলেন, রাজ কুন্দ্রা তার অপর এক অ্যাপের জন্য তৈরি ছবিতে কাস্ট করতে চেয়েছিলেন শ্যালিকা শমিতা শেঠিকে। আর তারপর থেকেই শমিতা শেঠিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ট্রল।
এসব নিয়ে এতদিন মুখ খুলতে চাননি শমিতা শেঠি। রাজ কুন্দ্রা ও তার সম্পর্ক নিয়ে সমালোচনাকে খুব একটা পাত্তাও দিচ্ছেন না তিনি। তবে এবার টুইট করলেন শিল্পার বোন। আকার ইঙ্গিতে শমিতা বুঝিয়ে দিলেন, এই পরিস্থিতিতে তাকে ঠিক কী করা উচিত।
অন্যদিকে, রাজ কুন্দ্রা ও শিল্পার বিরুদ্ধে উঠল ব্যবসায়িক চুক্তিভঙ্গের অভিযোগ। আর তার ফলে ৩ লক্ষ টাকা তাদের জরিমানা করল সেবি (SEBI)। ভিয়ান ইন্ড্রাস্ট্রিজকেও জরিমানা করা হয়েছে। জানা গেছে, ২০১৫ সালে চারজনকে ৫ লাখ টাকার শেয়ার বিলি করেছিল ভিয়ান ইন্ড্রাস্ট্রিজ। শেয়ার বিলির ক্ষেত্রে নিয়মবিরুদ্ধ কাজের অভিযোগ উঠেছে পর্ন ছবি কাণ্ডে অভিযুক্ত রাজের বিরুদ্ধে। তার পরিপ্রেক্ষিতেই তদন্ত করে সেবি।
এনএনআর/
Leave a reply