টোকিও অলিম্পিকে ভারতের দ্বিতীয় পদক জয় নিশ্চিত করলেন বক্সার লাভলিনা বোরগোহাই। নারী বক্সিংয়ে ওয়াল্টার ইভেন্টে চীনা তাইপের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন চেন নিয়েন চিনকে ৪-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন তিনি।
সেমিফাইনাল নিশ্চিত হবার মাধ্যমেই ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছে এই ভারতীয় বক্সারের। কারণ বক্সিং ইভেন্টে সেমিফাইনালে পরাজিত হওয়া দু’জনকেই দেয়া হয় ব্রোঞ্জ পদক।
সেমিফাইনালে লাভলিনার প্রতিপক্ষ আসরের শীর্ষ বাছাই বুসেনাজ সারমেনেলি। সেখানে জয় পেলে নিশ্চিত হবে লাভলিনার রৌপ্য পদক। আর ফাইনালে জয় পেলে প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিকের বক্সিং ইভেন্টে জিতবেন স্বর্ণ।
এর আগে বক্সিংয়ে ভারতের হয়ে ব্রোঞ্জ জিতেছিলেন ম্যারি কম ও ভিজেন্দর সিং। আর এবারের আসরে দেশটির হয়ে প্রথম পদক জিতেছেন চানু মীরাবাঈ।
Leave a reply