কম্পিউটার নেই, কেননা কেনার সামর্থও নেই তাই। তবুও অদম্য শিক্ষক কিছুতেই বঞ্চিত হতে দিতে চান না তার ছাত্র-ছাত্রীদের। পুরো ব্ল্যাকবোর্ড জুড়ে চক দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের নকশা এঁকে তিনি শিক্ষার্থীদের কম্পিউটার ও তথ্য প্রযুক্তি শিক্ষা পড়ান।
আফ্রিকার দেশ ঘানার কুমসি শহরের এই কৌতূহল উদ্দীপক ঘটনাটি প্রকাশিত হওয়ার পর পুরো অনলাইন দুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে।
রিচার্ড আপিয় আকাটো নামের ঐ শিক্ষক গত ফেব্রুয়ারির মাঝামাঝি ফেসবুকে একটি ছবি পোস্ট করে বলেন, “আমার ছাত্রদের আমি খুবই পছন্দ করি। আমার ক্লাসের পড়া তাদের ভালোভাবে বোধগম্য করার জন্য প্রয়োজনীয় সবই আমি করবো।”

রিচার্ড আপিয় আকাটো
ইন্টারনেট দুনিয়ায় তার ওই ছবিটি ভাইরাল হওয়ার পর তা মাইক্রোসফট কর্পোরেশনেরও নজরে এসেছে। তারা ঘোষণা দিয়েছে, তারা তাকে নতুন কম্পিউটার পাঠাবে।
স্থানীয় একটি সংবাদমাধ্যমকে আকোটো বলেন, “এটি আমার জন্য নতুন কিছু নয়। আমি ক্লাসে যে কোনো সময় এটি করি।”
তিনি আরও বলেন, “ফেসবুকে ছবিটি আমি এমনিই দিয়েছিলাম। আমি জানতাম না, এটি এভাবে নজর কাড়বে।”
২০১১ সাল থেকে স্কুলে কোন কম্পিউটার না থাকলেও তথ্যপ্রযুক্তির ওপর শিক্ষার্থীদের একটি পরীক্ষা দিতে হয় বলে জানান আকোটা।
যমুনা অনলাইন: এফএইচ
Leave a reply