Site icon Jamuna Television

৯৯ বছর বয়সে সাঁতারে বিশ্ব রেকর্ড

মাত্র এক বছর বাকি জীবনের শতক পূর্ণ করা থেকে। চোখের সামনে থুরথুরে বুড়ো কোনো ব্যক্তির ছবি ভেসে উঠলেও অস্ট্রেলিয়ার নাগরিক জর্জ করোনেস ওই বয়সেই সাঁতারে বিশ্ব রেকর্ড গড়েছেন।

কুইন্স ল্যান্ডের অধিবাসী ৯৯ বছরের জর্জ ৫০ মিটার ফ্রি স্টাইল সাতার শেষ করেছেন ৫৬ দশমিক ১২ সেকেন্ডে। এটি তার ব্য়সের কোনো ব্যক্তির জন্য সাঁতারে বিশ্ব রেকর্ড।

এর আগে ২০১৪ সালের গড়া রেকর্ডটি থেকে তিনি ৩৫ সেকেন্ড এগিয়ে আছেন। রেকর্ডের স্বীকৃতির বিষয়টি কর্তৃপক্ষ যাচাই করে দেখছে।

আগামী এপ্রিল মাসেই জীবনের শতক পূরণ করবেন জর্জ। বিবিসিকে তিনি বলেন, এটি আমার জন্য দৃষ্টান্ত স্থাপনকারী সাঁতার। আমি খুবই উচ্ছ্বসিত।”

এক ফেসবুক বার্তায় অস্ট্রেলিয়ার ডলফিন সাঁতারু দল বলেছে, “আমরা মাত্রই একটি বিশ্ব রেকর্ড গড়তে দেখলাম।”

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version