সাঁতারে চলছে রেকর্ড ভাঙা গড়ার খেলা

|

২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণ জয়ের পর তাতিয়ানা শোয়েনমেকার। ছবি: সংগৃহীত

টোকিও অলিম্পিকের ৮ম দিনে সাঁতারে চলছে রেকর্ড ভাঙা গড়ার খেলা। চীন-অস্ট্রেলিয়ার ভিড়ে দক্ষিণ আফ্রিকাকে প্রথম স্বর্ণ এনে দিয়েছেন তাতিয়ানা শোয়েনমেকার।

সাঁতারে পুরুষ ১০০ মিটার ব্যক্তিগত মেডলিতে এশিয়ান রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন চীনের শুন ওয়াং। তিনি সময় নিয়েছেন ১ মিনিট ৫৫ সেকেন্ড। এই ইভেন্টে রৌপ্য জিতেছেন ব্রিটেনের ডানকান স্কট।

নারী ১০০ মিটার ফ্রি স্টাইলে অলিম্পিক রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার এমা ম্যাককিওন। ৫১ দশমিক ৯৬ সেকেন্ড সময় নিয়ে তিনি জিতেছেন স্বর্ণপদক। আর পুরুষ ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ইউরোপিয়ান রেকর্ড গড়ে সোনা জিতেছেন রাশিয়ার ইভজিনি রাইলোভ।

১০০ মিটার ফ্রি স্টাইলে অলিম্পিক রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন অস্ট্রেলিয়ার এমা ম্যাককিওন। ছবি: রয়টার্স

তবে সাঁতারে সবচেয়ে বড় চমকটি দিয়েছেন দক্ষিণ আফ্রিকার তাতিয়ানা শোয়েনমেকার। ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোক ইভেন্টে রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন তিনি। সময় নিয়েছেন ২ মিনিট ১৮ দশমিক ৯৫ সেকেন্ড। অলিম্পিক সাঁতারে তো বটেই, তাতিয়ানার হাত ধরে টোকিও অলিম্পিকেই প্রথম স্বর্ণের দেখা পেলো দক্ষিণ আফ্রিকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply