তুরস্কে দাবানলের আগুনে পুড়ে ৪ জনের মৃত্যু

|

ছবি: সংগৃহীত

তুরস্কের বিভিন্ন এলাকায় গত বুধবার (২৮ জুলাই) থেকে ছড়িয়ে পড়েছে দাবানল। সেদিন থেকে এখন পর্যন্ত দেশটিতে দাবানলে পুড়ে মারা গেছে চারজন। শুক্রবার (৩০ জুলাই) ​দেশটির গণমাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানায়।

নিহত চার জনের মাঝে বৃহস্পতিবার (২৯ জুলাই) মুওলা প্রদেশে একজনের মৃত্যু হয়েছে। বাকি তিনজনের মৃত্যু হয়েছে আনতালিয়ায়।

​ডেইলি সাবাহর প্রতিবেদনে বলা হয়, অন্তত ডজনখানেক বনে আগুন জ্বলছে। তবে কর্তৃপক্ষ বেশকিছু জায়গায় আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। তারা জানায়, অত্যন্ত গরম আবহাওয়া এবং বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।

দেশটির কর্তৃপক্ষ আরও জানায়, পর্যটকদের পছন্দের জায়গা দেশটির দক্ষিণাঞ্চলে কেউ আগুন লাগিয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

দেশের প্রায় ৬০টি বনে গত দু’দিনে আগুন ছড়িয়ে গেছে। এর মধ্যে ৪৩টি বনের আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন দমকলকর্মীরা। চার হাজারের মতো দমকলকর্মী, তিনটি প্লেন, ৩৮টি হেলিকপ্টার, শতাধিক অগ্নিনির্বাপণ গাড়ি দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply