দেশে আসছে অ্যাস্ট্রাজেনিকার প্রায় ৮ লাখ ডোজ টিকা

|

ফাইল ছবি।

বাংলাদেশকে আরও প্রায় ৮ লাখ ডোজ কোভিড-১৯ টিকা পাঠাচ্ছে জাপান। আগামীকাল শনিবার (৩১ জুলাই) অল নিপ্পন এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকায় এসে পৌঁছাবে টিকাবহনকারী ফ্লাইটটি।

নারিতা বিমানবন্দরে টিকাবহনকারী ফ্লাইটকে আনুষ্ঠানিক বিদায় জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর অ্যান্ড হেড অব চ্যান্সেরি মিশনের শেখ ফরিদ, ফার্স্ট সেক্রেটারি তুশিতা চাকমা।

আগামীকালের চালানটিতে জাপানে স্থানীয়ভাবে উৎপাদিত টিকা পাঠানো হয়েছে। যেখানে সর্বমোট ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকার আসার কথা রয়েছে। এতে বাংলাদেশকে মোট ১০ লাখ অ্যাস্ট্রাজেনেকা টিকার ডোজ দিল দেশটি।

উল্লেখ্য, কোভ্যাক্স কর্মসূচির অধীনে বাংলাদেশকে মোট ৩০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে জাপান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply