সময়টা ১৯৭৩ সাল, স্টিভ জবসের বয়স তখন মাত্র ১৮। একটি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করেছিলেন ‘অ্যাপেল-প্রতিষ্ঠাতা’। সেটিই ছিল প্রযুক্তি দুনিয়ার এই বিখ্যাত ব্যক্তির জীবনে প্রথম এবং শেষ চাকরির আবেদনপত্র! এবার ওই পুরনো হলদেটে কাগজ নিলামে উঠেছে। যার দাম উঠেছে প্রায় দুই কোটি ৮৫ লাখ টাকা। খবর আনন্দবাজারের।
হাতে লেখা ওই আবেদনপত্রে জবস নিজেই জানিয়েছেন সেই সময়ে তার কাছে ফোন ছিল না। তবে ড্রাইভিং লাইসেন্স ছিল। শুধু স্টিভের চাকরির আবেদনপত্র বলেই নয় ওই পুরনো কাগজটির মধ্যে কিছু অভিনব ব্যাপারও রয়েছে। যার জন্য এত বিপুল অর্থ দিয়ে সেটি কেনা হয়েছে।
তবে স্টিভের চাকরির আবেদনপত্র নিলামে ওঠার ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও বেশ কয়েক বার নিলাম হয়েছে ওই কাগজটির। চলতি বছরের মার্চেই একটি নিলামে এর দাম উঠেছিল প্রায় ২ কোটি টাকা।
Leave a reply