অলিম্পিকে হাড্ডাহাড্ডি লড়াই চীন, জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে

|

টোকিও অলিম্পিক । ছবি: সংগৃহীত

টোকিও অলিম্পিকে পদক নিয়ে লড়াই চলছে এথলেটদের মধ্যে। পাশাপাশি পদক তালিকার শীর্ষস্থান নিয়ে লড়াই চলছে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে। শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ৩ জায়ান্টের মধ্যে।

এখন পর্যন্ত ১৯টি স্বর্ণ আর ১১টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জ নিয়ে শীর্ষে আছে চীন। স্বাগতিক জাপান ১৭টি স্বর্ণের সাথে ৪ রৌপ্য আর ৭টি ব্রোঞ্জ নিয়ে রয়েছে তালিকার দু’নম্বরে। তিন নম্বরে থাকা যুক্তরাষ্ট্রের স্বর্ণ ১৬টি, রৌপ্য ১৭টি আর ব্রোঞ্জ ১১টি।

রাশিয়ার এথলেটরা ১০টি স্বর্ণ নিয়ে রয়েছে তালিকার চারে। সমান ১০ স্বর্ণ পেলেও রৌপ্য কম পাওয়ায় পাঁচ নম্বরে অস্ট্রেলিয়া। ছয় নম্বরে থাকা ব্রিটেনের স্বর্ণ ৮টি। ৫ স্বর্ণ নিয়ে দক্ষিণ কোরিয়া আছে সাতে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply