জাপান থেকে দেশে পৌঁছেছে অ্যাস্ট্রাজেনেকার আরও ৮ লাখ টিকা

|

ফাইল ছবি।

জাপানের পাঠানো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরও প্রায় ৮ লাখ ডোজ কোভিড-১৯ টিকা ঢাকায় পৌঁছেছে।

শনিবার (৩১ জুলাই) দুপুরে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অল নিপ্পন এয়ারলাইন্সের একটি বিমানে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় চালানে সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা দেশে পৌঁছায়।

এসময় টিকাগুলো গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমসহ আরও অনেকে।

এর আগে গতকাল জাপানের নারিতা বিমানবন্দরে টিকাবহনকারী ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশে রওনা করে। এসময় ওই বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর অ্যান্ড হেড অব চ্যান্সেরি মিশনের শেখ ফরিদ, ফার্স্ট সেক্রেটারি তুশিতা চাকমা।

উল্লেখ্য, কোভ্যাক্স কর্মসূচির অধীনে বাংলাদেশকে মোট ৩০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে জাপান। ইতোমধ্যে দুই দফায় প্রায় ১০ লাখ টিকা পাঠিয়েছে জাপান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply