কামরাঙ্গীরচরের ভাড়া ফ্ল্যাট থেকে আগুনে পোড়া এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ব্যবসায়ীর নাম তরিকুল ইসলাম খোকন। তিনি রসুলপুর এলাকার একটি ভবনের চার তলায় সাবলেট থাকতেন। দুই কক্ষের ফ্ল্যাটে ঈদের পর থেকে একাই ছিলেন তিনি।
স্বজনদের অভিযোগ, হত্যা করে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট পেলে হত্যা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত হওয়া যাবে।
আগে চশমার দোকান চালালেও লকডাউনে খেলনা ফেরি করে বিক্রি করতেন তরিকুল। শনিবার সকালে বাসা থেকে ধোয়া বের হতে দেখে প্রতিবেশীরা এগিয়ে আসেন। ফ্ল্যাটের ভেতরে তরিকুলের অগ্নিদগ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা।
এদিকে, ফরেনসিক পরীক্ষার জন্য ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে ক্রাইম সিন দল। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মরদেহ। এই ঘটনায় কামরাঙ্গীরচর থানায় মামলা হয়েছে।
ইউএইচ/
Leave a reply