আফ্রিকায় মৃত্যুহার বৃদ্ধি, ভ্যাকসিনের অপর্যাপ্ততা

|

তেদ্রোস আধানম বলেন, এক সপ্তাহে ৪০ লাখ নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে বিশ্বে।

এক সপ্তাহে আফ্রিকা মহাদেশে মৃত্যুহার বেড়েছে ৮০ ভাগের মতো। সেই তুলনায় মহাদেশটিতে পৌঁছাচ্ছে না ভ্যাকসিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম জানান এমন কথা।

তিনি বলেন, একই সময়ে ৪০ লাখ নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে বিশ্বে। করোনার বিস্তার বেড়েছে গড় হিসাবে ৮০ শতাংশ। মোট শনাক্তের পরিমাণ খুব শিগগিরই ২০ কোটি ছাড়াবে বলে আশঙ্কা প্রকাশ করেন তনি।

মনে করা হচ্ছে, ডেল্টা ভ্যারিয়েন্টের কারণেই জুনের তুলনায় ঊর্ধ্বমুখী হয়েছে করোনা সংক্রমণ। ভয়াবহ এই অবস্থা নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরালো করার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply