শত্রুপক্ষের যেকোনো তৎপরতা মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে। ৪ দিনের সামরিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ নির্দেশ দেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।
দেশটির সেনা কর্মকর্তাদের নিয়ে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে এ ধরনের কর্মশালা। শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে এসময় সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান কিম। তাদের রপ্ত করতে বলেন আধুনিক রণকৌশল।
আগস্টেই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া। তার ঠিক আগ মুহূর্তেই এই সামরিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করলো উত্তর কোরিয়া।
Leave a reply