জেলহেফাজতে থাকা স্বামী রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি মামলায় অভিনেত্রী শিল্পা শেঠির সম্পৃক্ততা এখনো খুঁজে পায়নি মুম্বাই পুলিশ। তবুও বারবার তার নাম উঠে আসছে শিল্পার।
কিছুদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হেনস্তা করায় মুম্বাই আদালতে ২৫ কোটি রুপির মানহানির মামলা করেছেন শিল্পা। তবে তাতে উল্টো বিপদেই পড়েছেন অভিনেত্রী।
শুক্রবার (৩০ জুলাই) বোম্বে হাইকোর্টে সেই মানহানি মামলার শুনানি অনুষ্ঠিত হয় এবং আদালত জানায়, অপরাধ দমন শাখা কিংবা পুলিশের দেওয়া তথ্য কখনওই মানহানিকর বলে বিবেচিত নয় জেনেও কেন এমন মামলা করা হয়েছে বলে শিল্পাকে ভর্ৎসনা করেন আদালত।
এদিকে, রাজ কুন্দ্রার মামলার পরবর্তী শুনানির দিন ২০ সেপ্টেম্বর ধার্য করেছে আদালত।
Leave a reply