সাগরে সুস্পষ্ট লঘুচাপ, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

|

ছবি- সংগৃহীত।

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি ভারতের উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। যার প্রভাবে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

লঘুচাপের প্রভাবে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার প্রভাবে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে৷

গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল হাতিয়ায় ২৫.০ ডিগ্রি সেলসিয়াস। আগামীকালের সূর্যোদয় হবে ভোর ৫.২৯ মিনিটে এবং আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬.৪১ মিনিটে।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply