স্থবির দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ

|

অলস ভিজছে খাতুনগঞ্জের পণ্য আনা নেওয়ার ভ্যানগুলো।

এ যেনো খাতুনগঞ্জের অন্য এক রূপ। নেই পণ্যবোঝাই ট্রাকের সারি, অগণিত মানুষের হাঁকডাক। লকডাউনে পাল্টে গেছে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের চিত্র।

বাজার ঘুরে দেখা যায়, ব্যবসা-বাণিজ্য, লেনদেন অনেকটাই স্থবির। দেশের নানা প্রান্ত থেকে আসছে না পাইকাররা। সরবরাহ কমায় গুদামে জমছে ভোগ্যপণ্যের স্তুপ। আড়তে সারি সারি বস্তায় মজুদ করা পণ্য, কিন্তু ক্রেতা নেই। অলস বসে আছেন আড়তদার আর শ্রমিকরা।

আড়তদাররা বলছেন, কঠোর লকডাউন আর টানা বৃষ্টির প্রভাব পড়েছে বেচা-কেনায়। পাশাপাশি, পরিবহন খরচ বৃদ্ধি ও চেকপোস্টে নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে বলে দূর-দূরান্তে পণ্য সরবরাহের পরিমাণও কমে এসেছে। বস্তায় বস্তায় পঁচে নষ্ট হচ্ছে পেঁয়াজ ও আদা। যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। এ অবস্থায় বড় অংকের লোকসানের আশঙ্কা করছেন আড়তদাররা।

আড়তদাররা জানান, দেশে ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে মহামারীর এই সময় খাতুনগঞ্জকে নিয়ে আলাদাভাবে পরিকল্পনা নিতে হবে। নইলে বাজারে পণ্য সরবরাহ মারাত্মকভাবে ব্যহত হবে।

স্বাভাবিক সময়ে দেশের সবচেয়ে বড় এই পাইকারি বাজারে দৈনিক লেনদেন হয় গড়ে প্রায় এক হাজার থেকে ১২শ কোটি টাকা।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply