২০২৩ সালের আগস্ট পর্যন্ত মিয়ানমারে বহাল থাকবে জরুরি অবস্থা। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরই এ ঘোষণা দিলেন জান্তা প্রধান মিন অং লাইং।
রোববার রাতে জাতীয় টেলিভিশনে রাখা প্রায় ১ ঘণ্টার ভাষণে জানান, সে বছরই হবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আশ্বাস দেন, বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণের ভিত্তিতেই হবে ভোটাভুটি। একইসাথে জানান- ফেব্রুয়ারিতে উৎখাত হওয়া এনএলডি (NLD) সন্ত্রাসী মনোভাবাপন্ন রাজনৈতিক দল। তার অভিযোগ, করোনা মোকাবেলায় সেনা সরকারের গৃহীত পদক্ষেপগুলোর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে মিথ্যা তথ্য এবং অপবাদ। একে সন্ত্রাসবাদেরই নতুন হাতিয়ার হিসেবে আখ্যা দেন- জান্তা প্রধান।
রোববারই হিউম্যান রাইটস ওয়াচ জানায়, অভ্যুত্থানের পর গেলো ছ’মাসে মিয়ানমারে কমপক্ষে ৯শ’ মানুষকে হত্যা করেছে সেনাবাহিনী। গুম হয়েছেন শতাধিক।
এনএনআর/
Leave a reply