প্রায় দুইমাস বিরতির পর আজ থেকে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ২য় ডোজ দেয়া শুরু হয়েছে। আজ থেকে রাজধানী ও ঢাকা বিভাগজুড়ে এই টিকা দেয়া হচ্ছে।
ভারত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার রফতানি বন্ধ করে দিলে দেশের মজুদ শেষ হওয়ায় ২য় ডোজ দিতে পারেনি স্বাস্থ্য অধিদফতর। টিকার মজুদ শেষ হওয়ায় দীর্ঘসময় ধরে দেশের ১৫ লাখের বেশি মানুষ এই টিকার অপেক্ষায় ছিলেন। অবশেষে আজ অ্যাস্ট্রাজেনেকার ২য় ডোজ নিতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন টিকা গ্রহীতারা। এছাড়া দেশজুড়ে আগামী ৭ আগস্ট থেকে শুরু হবে এই ডোজ।
কর্তৃপক্ষ জানায়, যারা দ্বিতীয় ডোজ নেবার জন্য এসএমএস পেয়েছেন তাদের নতুন মেসেজ এর জন্য অপেক্ষা করতে হবে না। আগের বার্তা দেখিয়ে পূর্বের নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে পারবেন। তবে অবশ্যই প্রথম ডোজ নেবার যে কার্ডটি ছিল সেটা সাথে নিয়ে যেতে হবে।
এনএনআর/
Leave a reply