দাম বাড়ছে মর্ডানা ও ফাইজারের ভ্যাকসিনের

|

আগামী সেপ্টেম্বর থেকে ডোজ প্রতি ভ্যাকসিনের দাম বাড়াচ্ছে মর্ডানা ও ফাইজার।

ইউরোপের সাথে নতুন চুক্তিতে ভ্যাকসিন ডোজের মূল্য বৃদ্ধি করছে মডার্না এবং ফাইজার-বায়োএনটেক। সম্প্রতি, ফাইন্যান্সিয়াল টাইমস সংবাদপত্র প্রকাশ করেছে এ তথ্য।

জানা যায়, ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে সবচেয়ে কার্যকর প্রমাণিত হয়েছে এই দুটি প্রতিষ্ঠানের টিকা। তাই, প্রতি ডোজের দাম সাড়ে ১৯ ইউরো বা ২৩ ডলারের বেশি নির্ধারণ করতে যাচ্ছে ফাইজার। যার বর্তমান মূল্য ১৮ ডলার ৪০ সেন্ট।

এদিকে, মডার্নাও জানিয়েছে সংশোধিত দামের কথা। তাদের প্রতি ডোজ ভ্যাকসিন কিনতে এরপর থেকে ব্যয় করতে হবে সাড়ে ২৫ ডলার। যার বর্তমান বাজার মূল্য ২২ ডলার।

গত মঙ্গলবার ইউরোপিয়ান কমিশন জানিয়েছে, আগামী সেপ্টেম্বর নাগাদ জোটভুক্ত দেশগুলোর ৭০ শতাংশ প্রবীণ দুই ডোজ ভ্যাকসিনের আওতায় চলে আসবে। এসময়ের মধ্যেই, ৪টি টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে আরও ১০০ কোটি ডোজ পাবার কথাও জানিয়েছে কমিশন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply