Site icon Jamuna Television

হৃত্বিক রোশন শেয়ার করলেন শ্রীদেবীর বিরল ছবি

সিনেমায় অভিনয়ের প্রথম শটটা শ্রীদেবীর সঙ্গেই হয়েছিল হৃত্বিক রোশনের। সেই স্মৃতি মনে করে আবেগপূর্ণ মন্তব্য করে ইন্সটাগ্রামে বিরল ছবি পোস্ট করেন হৃত্বিক রোশন।

হৃত্বিক লিখেছেন, আমি তাঁকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি। আমার অভিনয়ের প্রথম শটটা তোলা হয়েছিল শ্রীদেবীর সঙ্গে। আমি খুব নার্ভাস হয়ে পড়েছিলাম। আমার মনে আছে, আমার জন্য তিনি নার্ভাস এমন ভাব করে তিনি নিজের হাত কাঁপার ভান করেছিলেন। সবটাই ছিল আমার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য। তাঁকে ওরকম করতে দেখে আমি হাসি চাপতে পারিনি। আর শটটা একেবারে ঠিক না হওয়া পর্যন্ত তিনি হাসছিলেন। আপনাকে খুব মিস করব, ম্যাডাম।

ছবিটি পোস্ট করার পর ১১ লাখের ওপরে লাইক পড়েছে। ৬ হাজারের বেশি কমেন্ট করা হয়।

Exit mobile version