টানা ৩৬ ঘণ্টার অভিযানে পাকিস্তানের করাচি উপকূলে ডুবে যাওয়া জাহাজের ১৫ নাবিককে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। এখনও জাহাজটির আরও তিনজন নাবিক নিখোঁজ।
গত বৃহস্পতিবার (২৯ জুলাই) বৈরী আবহাওয়ার কবলে পড়ে এমভি সুভারি এইচ নামের মালবাহী জাহাজটি। ভারত থেকে পণ্যবাহী নৌযানটি সোমালিয়ার দিকে যাচ্ছিল বলে জানা গেছে।
জাহাজডুবির ঘটনা নিশ্চিত হওয়ার পরই যৌথ অভিযান চালায় পাকিস্তানের নৌবাহিনী ও কোস্টগার্ড। উদ্ধারকারী জাহাজ এবং বিমানের মাধ্যমে জাহাজটির অবস্থান নিশ্চিত হয়ে তাদের উদ্ধার করার চেষ্টা চালায় ওই দুই বাহিনী।
কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকৃতরা সবাই সিরিয়ার নাগরিক। নিখোঁজ তিন নাবিককে উদ্ধারে এখনও অভিযান চলছে।
Leave a reply