ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান, দু’দেশের মধ্যে উত্তেজনা

|

ইরানে ও যুক্তরাজ্যের মধ্যে উত্তেজনা। ছবি: সংগৃহীত

ওমান সাগরে ইসরায়েলি তেলবাহী জাহাজে হামলার ঘটনায় ইরানে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। এর আগে যুক্তরাজ্যে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে লন্ডন।

সোমবার (২ আগস্ট) যুক্তরাজ্য ও ইরানের মধ্যে রাষ্ট্রদূতকে পাল্টাপাল্টি তলবের ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার ওমান সাগরে ইসরায়েলি তেলবাহী জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে। যদিও এই অভিযোগ নাকচ করেছে তেহরান। ওই হামলায় একজন ব্রিটিশ ও একজন রোমানীয় নিহত হন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ বিষয়ে বলেছেন, ইরান যে কাজ করেছে, তার পরিণতি ভোগ করতে হবে।

এদিকে, জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাজ্যের বক্তব্যের প্রতিবাদে ব্রিটিশ দূতকে তলব করেছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ সতর্ক করে বলেছেন, নিজেদের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে তেহরান দ্বিধা করবে না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply