অনুমতি থাকলেও শীঘ্রই খুলছে না ভারতের সিনেমা হল

|

অনুমতি থাকলেও শীঘ্রই খুলছে না ভারতের সিনেমা হল

ছবি: সংগৃহীত

ভারতে চলমান করোনা পরিস্থিতির মাঝেই ৩১শে জুলাই থেকে সিনেমা হল খোলার অনুমতি দিয়েছিল রাজ্য সরকার। যেখানে শর্ত ছিল ধারণ ক্ষমতার অর্ধেক দর্শক নিয়ে হল খোলা রাখা যাবে। কিন্তু অনুমতি থাকলেও এখনও খুলেনি সিনেমা হলগুলো। তবে হল খোলার প্রস্তুতি নিতে শুরু করেছেন হল মালিকরা।

জানা গেছে, আগামী ৫ অগাস্ট খুলতে পারে হলগুলো। এদিকে হল খোলার প্রস্তুতি শুরু হলেও, হাতে ভালো কোনও টলি-বলি সিনেমা না থাকায় দুশ্চিন্তায় আছেন হল মালিকরা। তাই আপাতত হলিউডের সিনেমা দিয়েই দর্শকদের হলমুখী করার চিন্তা করছে মাল্টিপ্লেক্সগুলির।

অপরদিকে পুরনো সিনেমা দিয়েই দর্শক টানতে চাইছেন সিঙ্গেল স্ক্রিনের মালিকরা।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply