মুক্তির পর শীর্ষে ‘জঙ্গল ক্রুজ’

|

মুক্তির পর শীর্ষে ‘জঙ্গল ক্রুজ’

ছবি: সংগৃহীত

গত ৩০ জুলাই মুক্তি পেয়েছে ‘জঙ্গল ক্রুজ’ সিনেমাটি। ‘দ্য রক’ খ্যাত হলিউড অভিনেতা ডোয়াইন জনসন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা এটি। যেখানে জনসনের বিপরীতে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট।

মুক্তির পর থেকেই বেশ আলোচনায় রয়েছে অ্যাডভেঞ্চার ঘরানার এই সিনেমাটি। যা কিনা প্রেক্ষাগৃহের পাশাপাশি দেখা যাচ্ছে ওটিটি প্লাটফর্মেও। জাউম কোলেট-সেরা পরিচালিত সিনেমাটি দর্শকদের ভালোবাসায় উঠেছে এসেছে উইকেন্ড তালিকার শীর্ষে।

‘জঙ্গল ক্রুজ’ সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন মাইকেল গ্রিন, গ্লেন ফিকারার ও জন রিকোয়ার। ওয়াল্ট ডিজনি পিকচার্স ও ডেভিস এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি প্রযোজনা করেছেন জন ডেভিস, জন ফক্স ও ডোয়াইন জনসন নিজেও।

জানা গেছে, প্রথম তিন দিনেই ৯১.৮ মিলিয়ন ডলার আয় করেছে সিনেমাটি। এর মধ্যে আমেরিকায় ৩৪.২ মিলিয়ন ডলার ও বিশ্বব্যাপী আয় করেছে ৬১.৮ মিলিয়ন ডলার। আর ওটিটি থেকে আয় করেছে আরও ৩০ মিলিয়ন ডলার।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply