অলিম্পিকে ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে রৌপ্য জিতে সম্প্রতি নিজ দেশে ফিরেছেন মীরাবাঈ চানু। এরই মাঝে শোনা গেলো নতুন সুখবর। আর তা হল, এবার মীরাবাঈ চানুর জীবন কাহিনী ফুটে উঠতে যাচ্ছে রূপালী পর্দায়। মণিপুরের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে দারিদ্রকে হারিয়ে কীভাবে বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করলেন চানু- এসব কাহিনীই এবার ভেসে উঠবে বড় পর্দায়।
মেরি কম, সাইনা নেহওয়ালের পর এবার চানুর বায়োপিক তৈরি হবে। ২১ বছরের খরা কাটিয়ে ভারোত্তোলনে দেশকে অলিম্পিকস পদক এনে দিয়েছেন মীরাবাঈ চানু। এ বিষয়ে প্রযোজনা সংস্থার সেউতি ফিল্মসের সঙ্গে আলোচনার পাশাপাশি সিনেমার চুক্তিপত্রেও সই করেছেন মীরাবাঈ চানু।
জানা যায়, এই ছবিটি মণিপুরী ভাষার পাশাপাশি ইংরাজি ও অন্যান্য কিছু ভাষাতেও মুক্তি পাবে।
এনএনআর/
Leave a reply