রাতের আধারে পোল্যান্ডের একটি করোনা টিকাদান কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২ তারিখ) মধ্য রাতে জামোস্ক শহরের টিকাকেন্দ্রে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় এক দুর্বৃত্ত।
এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে পুলিশ। একে সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়েছে দেশটির সরকার। ঘটনাস্থল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী অ্যাডাম নিদজেলস্কি।
অ্যাডাম নিদজেলস্কি বলেন, এটি সরাসরি রাষ্ট্রের ওপর হামলা। এছাড়াও টিকা কেন্দ্রে কোন অরাজকতা করলে কঠোর শাস্তির বিধান নিশ্চিতের আশ্বাসও তার।
সম্প্রতি দেশটির করোনার টিকা দেয়াকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে অস্থিতিশীল পরিস্থিতি। টিকাবিরোধী প্রতিবাদ মিছিল করেছেন কিছু মানুষ। টিকা কেন্দ্রে গিয়ে স্বাস্থ্যকর্মীদের হয়রানির মত ঘটনাও ঘটিয়েছেন। পোল্যান্ডের দুই ডোজ ভ্যাকসিনের আওতায় এসেছেন ৪৬ শতাংশ জনগণ। তবে গত সপ্তাহ থেকে ব্যাপকহারে হ্রাস পেয়েছে এ কর্মসূচি।
Leave a reply