এবার সাইকেল চালিয়ে পার্লামেন্টে গেলেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদ জানাতে এ কৌশল নেন তিনি।
মঙ্গলবার (৩ আগস্ট) জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেল চালিয়ে পার্লামেন্টে গিয়েছেন তিনি। গত সপ্তাহে কৃষি আইনের প্রতিবাদে ট্রাক্টর চালিয়ে পার্লামেন্টে গিয়ে আলোচনার জন্ম দেন রাহুল।
রাহুলের সাথে আরও কয়েকজন বিরোধী নেতা সাইকেল নিয়ে যোগ দেন তার সাথে। রাহুল গান্ধীর অভিযোগ, বিজেপি সরকারের অধীনে ভারতের জনগণের ভোগান্তি দিনদিন বেড়েই চলেছে। একের পর এক জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের অর্থ লুট করছে সরকার। কেবল জুলাইতেই ৯ দফা বেড়েছে পেট্রোলের দাম, ডিজেলের দামও ঊর্ধ্বমুখী। মুম্বাই ও দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ছাড়িয়েছে একশ রুপি।
এ নিয়ে মঙ্গলবার সকালে রাহুল গান্ধীর আহ্বানে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেস, শিবসেনা, এনসিপি, ডিএমকেসহ ১৪ দলের শতাধিক সাংসদ। এ সময় বিজেপির বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তারা।
রাহুল গান্ধী বলেন, বিজেপি-আরএসএস চক্র নানাভাবে জনগণের মুখ বন্ধ রাখার চেষ্টা করছে। এ মুহুর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঐক্য। আমরা যতো ঐক্যবদ্ধ হবো, আমাদের কণ্ঠ ততো শক্তিশালী হবে। আর শক্তিশালী কণ্ঠকে রুদ্ধ করার ক্ষমতা কারও নেই।
Leave a reply