পেনাল্টিতে নিষ্পত্তি, অলিম্পিক ফাইনালে ব্রাজিল

|

ফাইনালে যাওয়ার আনন্দে ব্রাজিলের গোলরক্ষক সান্তোসের সাথে রেইনার ও রিচার্লিসনের উদযাপন। ছবি: অলিম্পিক ডটকম

নির্ধারিত সময়ের খেলা শেষেও আলাদা করা যাচ্ছিল না দুই সেমিফাইনালিস্টকে। অবশেষে পেনাল্টিতে মেক্সিকোকে ৪-১ গোলে হারিয়ে টোকিও অলিম্পিকের ফাইনালে পৌঁছে গেছে ব্রাজিল।

সোমবার (৩ আগস্ট) জাপানের কাশিমা স্টেডিয়ামে হওয়া অলিম্পিকের পুরুষ ফুটবলের সেমিফাইনালে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের খেলায়ও গোল করতে পারেনি কেউ।

টাইব্রেকারে সবার আগে শট নিতে এসে লক্ষ্যভেদ করেন অধিনায়ক দানি আলভেস। এরপর মেক্সিকোর পক্ষে প্রথম দুটি শটই মিস করেন এদুয়ার্দো অ্যাগুয়ারে এবং ইয়োহান ভাসকেজ। কার্লোস রদ্রিগেজ তৃতীয় শটে গোল পেলেও শেষ রক্ষা আর হয়নি সবুজ জার্সিধারীদের।

শেষ শটে রেইনার ডুলি পরাস্ত করেন মেক্সিকোর গোলরক্ষক অচোয়াকে, ব্রাজিলকে পৌঁছে দেন গোল্ড মেডেল ম্যাচে।

স্পেন ও জাপানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের পরাজিত দলের বিরুদ্ধে মেক্সিকো খেলবে ব্রোঞ্জপদকের ম্যাচ। আর জয়ী দল মুখোমুখি হবে ব্রাজিলের, স্বর্ণজয়ের ম্যাচে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply