দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৩৫ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২১ হাজার ৩৯৭ জনের। একদিনে করোনা শনাক্তের হার ২৮.৫৪ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৫ হাজার ২৮৪টি।
মঙ্গলবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ১৫ হাজার ৭৭৬ জনের দেহে। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৬ হাজার ২৯৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১১ লাখ ২৫ হাজার ৪৫ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৃত ২৩৫ জনের মধ্যে পুরুষ ১৪০ জন আর নারী ৯৫ জন। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসাবে ঢাকায় সর্বোচ্চ ৭৩ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে ৬৫ জন, খুলনায় ৩২ জন, রাজশাহীতে ২১ জন, সিলেট-রংপুর ও ময়মনসিংহে ১২ জন করে মারা গেছেন। আর বরিশালে মারা গেছেন ৮ জন।
উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিলো গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
ইউএইচ/
Leave a reply