বিশ্বরেকর্ড গড়ে অলিম্পিকে পুরুষদের ৪০০ মিটার হার্ডলসে স্বর্ণপদক জিতেছেন নরওয়ের কারস্টেন ওয়ারহোম।
ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ রেস হিসেবে এটিকে দেখছেন অনেকেই। বিশ্বরেকর্ড ঘিরে তৈরি হওয়া ধ্বংসের সুর তুলে টোকিও অলিম্পিক স্টেডিয়ামে ৪৫.৯৪ সেকেন্ড সময় নিয়ে রেস শেষ করেছেন কারস্টেন। হারিয়েছেন তার আমেরিকান প্রতিদ্বন্দ্বী রাই বেঞ্জামিনকে। সেই সাথে ভেঙেছেন পুরুষদের ৪০০ মিটার হার্ডলসে ২৯ বছরের পুরোনো রেকর্ড, কেভিন ইয়াঙের গড়া বার্সেলোনা অলিম্পিকে ৪৬.৭৮ সেকন্ডের টাইমিং।
চিতার মতো গতি আর হরিণের মতো লাফ, কারস্টেন ও বেঞ্জামিনের দ্বৈরথের উপমা এমনই হতে পারে। কিন্তু ১০টি হার্ডল পেরোনোর পর কারস্টেন বলেছেন, শেষ ২০ মিটারে আমি নিজের পায়ের কোনো বোধ পাচ্ছিলাম না।
অলিম্পিকে স্বর্ণ জয়ের আগে ২৫ বছর বয়সী এই অ্যাথলেট গত জুলাই মাসে ডায়মন্ড লিগ মিটিং এ ৪০০ মিটার হার্ডলসে ৪৬.৭০ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে ভেঙেছিলেন স্পেনের কেভিন ইয়ংয়ের অলিম্পিক রেকর্ড।
Leave a reply