সিলেট, বরিশাল রাজশাহীর পর এবার খুলনা সফরে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (শনিবার) দুপুর পৌনে ১২টায় খুলনায় পৌঁছান তিনি।
সফরের শুরুতেই খালিশপুর ঈদগাহ ময়দানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে সার্কিট হাউস ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেয়ার কথা রয়েছে তাঁর। জনসভাস্থল থেকে ৯৯টি প্রকল্পের উদ্বোধন করবেন শেখ হাসিনা। এরমধ্যে ৫২টি নতুন, আর ৪৭টি প্রকল্পের কাজ এরইমধ্যে শেষ হয়েছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে সাজসাজ রব দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে। উচ্ছ্বসিত আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকরা। শেখ হাসিনাকে স্বাগত জানাতে পুরো জেলা জুড়ে নেয়া হয়েছে প্রস্তুতি। শহর-উপশহর ছেয়ে গেছে সম্ভাব্য প্রার্থীদের ছবিসহ তোরণ আর সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্বলিত ব্যানার-ফেষ্টুনে। নেতাকর্মীদের ধারণা, দলীয় সভানেত্রীর ভাষণ থেকে আসতে পারে আগামী সিটি ও জাতীয় নির্বাচনের প্রস্তুতি আর নির্দেশনা।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply