Site icon Jamuna Television

অজিদের সামনে ১৩২ রানের টার্গেট দিলো টাইগাররা

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সাথে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২০ ওভারের ৭ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। অজিদের সামনে দিয়েছে ১৩২ রানের টার্গেট।

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া অধিনায়ক ম্যাথু ওয়েড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কখনোই রানের গতিকে খুব একটা বাড়াতে পারেনি বাংলাদেশ। অজি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে হাত খুলে খেলতে পারেননি বাংলাদেশের কোনো ব্যাটারই। প্রথম দিকে হ্যাজলউড এবং মাঝখানে জাম্পা, অ্যাগার, টাই রান দেয়ায় কৃপণতা করলে মনোসংযোগে ব্যাঘাত ঘটে টাইগারদের। তাই তো অধিকাংশ উইকেটই বিলিয়ে এসেছে বাংলাদেশ।

তবে স্টার্কের দুটি উইকেটের কথা আলাদা। শামীম ও ইনিংসের শেষ বলে আফিফ বোল্ড হন স্টার্কের বলে। দুটি ডেলিভারির কোনো জবাব হয়তো বিশ্বের বাঘাবাঘা ব্যাটারদের কাছেও থাকবে না।

বাংলাদেশের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৩৬ রান সাকিব আল হাসানের। তিনি যতোক্ষণ ক্রিজে ছিলেন, বাংলাদেশের বড় স্কোরের আশাও ছিল বেঁচে। কিন্তু মাহমুদউল্লাহ, সোহানের পর সাকিব আউট হলে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে বাংলাদেশের ইনিংস। শামীমও আউট হয়ে ফিরলে আফিফের কাঁধেই পুরো ইনিংস টানার দায়িত্ব বর্তায়। তিন চারের সাহায্যে ১৭ বলে ২৩ রান করে ইনিংসের শেষ বলে আউট হন আফিফ।

Exit mobile version