তিন ওভারে তিন উইকেট নেই অজিদের

|

হেনরিক্সকে বোল্ড করার পর সাকিবকে ঘিরে টাইগার সতীর্থদের উল্লাস।

ইনিংসের শুরুতেই হোঁচট খেয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিরুদ্ধে ১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম তিন ওভারেই আউট হয়ে গেছে অজিদের তিন প্লেয়ার।

প্রথম বলে এক উইকেট, দ্বিতীয় ওভারে দুই এবং তৃতীয় ওভারে তিন নম্বর উইকেটের পতন!

প্রথম ওভারের প্রথম বলেই অফস্পিনার মেহেদি হাসান ফেরান অ্যালেক্স কেরি। স্ট্যাম্প টু স্ট্যাম্প করা মেহেদির বলকে ভালোভাবে পড়তে না পেরে প্রথম বলেই বোল্ড হন কেরি।

আর দ্বিতীয় ওভারের নাসুমের বলে স্ট্যাম্পিং হন জশ ফিলিপে।

পরের ওভারে বোলিংয়ে আসেন সাকিব আল হাসান। প্রথম বলেই বোল্ড করেন মজেস হেনরিক্সকে।

ম্যাচ ঝুঁকে পড়েছে টাইগারদের দিকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply