মাদক বিক্রি করতে নিষেধ করায় দু’জনকে কুপিয়ে জখম

|

গাঁজা বিক্রি করতে নিষেধ করায় দু'জনকে কুপিয়ে জখম করেছে মাদক বিক্রেতা।

স্টাফ রিপোর্টার, যশোর:

গাঁজা বিক্রি করতে নিষেধ করায় দু’জনকে কুপিয়ে জখম করেছে মাদক বিক্রেতা। সোমবার গভীর রাতে যশোর সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন আল-আমিন ও আজিজুর।

গ্রামবাসীর সহযোগিতায় পুলিশ মাদক বিক্রেতা আলমগীরকে আটক করেছে। আহত আল-আমিনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি ও আজিজুরকে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালে ভর্তি আহত আল আমিন বলেন, আলমগীর ভ্যান চালানোর পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা বিক্রি করে। গ্রামের মানুষ তাকে অনেকবার একাজ করতে নিষেধ করেছে। তারপরও সে বিক্রি করছিল। আমরা তাকে আবার নিষেধ করতে গিয়েছিলাম। ওই সময় সে দা দিয়ে আমাকে ও আজিজুরকে কুপিয়ে জখম করে। এরপর সে ঘরের ভেতর ঢুকে দরজা আটকে দেয়। তখন ঘর ঘিরে রেখে গ্রামের মানুষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে।

যশোর কোতোয়ালী থানার ওসি তাজুল ইসলাম জানান, মাদক বিক্রেতা আলমগীরকে আটক করা হয়েছে। হামলায় ব্যবহৃত দা উদ্ধার হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply