হঠাৎ করে ভয়াবহ আগুনের কবলে পড়লো বলিভিয়ার সবচেয়ে বড় বিমানবন্দর। এসময় অল্পের জন্য রক্ষা পায় রানওয়েতে থাকা বিমানগুলো। বলা হচ্ছে, তীব্র বাতাসে, পাশের একটি জঙ্গলের দাবানল বিমানবন্দর এলাকায় ছড়িয়ে পড়ে।
রোববার (১ আগস্ট) সান্তা ক্রুজের ভিরু ভিরু আন্তর্জাতিক বিমানবন্দরে ছড়িয়ে পড়ে আগুন।
কয়েক ঘণ্টার চেষ্টায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় বাতিল করা হয় ২৫টি ফ্লাইট। পুড়ে গেছে অন্তত চার হাজার একর এলাকার গাছপালা ও ঝোপঝাড়। আশপাশের এলাকার আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
অগ্নিকাণ্ডের এ ঘটনাকে নিছকই দুর্ঘটনা বলে মনে করছে না কর্তৃপক্ষ। তাদের দাবি, পরিকল্পিতভাবে লাগানো হয়েছে আগুন।
Leave a reply