রুদ্ধশ্বাস পরিণতির দিকে যাচ্ছে ম্যাচ

|

ছবি: সংগৃহীত

বাংলাদেশের দেয়া ১৩২ রানের টার্গেটে এখন ব্যাট করছে অস্ট্রেলিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত অজিদের সংগ্রহ ১৪.১ ওভারে ৫ উইকেটে ৭১।

জয়ের জন্য এখনো অস্ট্রেলিয়ার দরকার ৩৫ বলে ৫৩ রান। রুদ্ধশ্বাস পরিণতির দিকে যাচ্ছে এই ম্যাচ। বাংলাদেশ এর আগে অস্ট্রেলিয়ার সাথে জেতেনি কোনো টি-টোয়েন্টি ম্যাচ।

প্রথম তিন ওভারের তিন উইকেট হারিয়ে ধুঁকছিল অজিরা। এরপর ইনফর্ম ব্যাটসম্যান মিচেল মার্শ ও অধিনায়ক ম্যাথু ওয়েড ইনিংস মেরামতের চেষ্টা চালান। কিন্তু ২৩ বলে মাত্র ১৩ রান করে নাসুমের বলে আউট হয়ে যান ওয়েড। এরপর নাসুমের বলে হিট আউট হন অ্যাশটন অ্যাগার।

মিচেল মার্শ ব্যাট করছেন ৩৭ বলে ৩৫ রান করে। বাংলাদেশের পক্ষ্যে নাসুম তিনটি এবং সাকিব ও মেহেদি নিয়েছেন একটি করে উইকেট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply