খেলা শেষে টাইগারদের সাথে হাত মেলালো না অজিরা

|

২০ গজ দূর থেকে অজিরা ইশারায় অভিনন্দন জানিয়েছে টাইগারদের।

করোনার মধ্যে বাংলাদেশ সফরে আসা নিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ছিলো শর্তের পর শর্ত। সব শর্ত মেনেই বাংলাদেশ রাজি হয়েছিল এই ম্যাচ আয়োজনের। প্রটোকলের নামে তাদের শর্তের ফুলঝুড়িকে বাড়াবাড়িই বলছেন অনেকে।

এর মধ্যে অজিদের করোনা সতর্কতাকে অসৌজন্যমূলকও মনে হয়েছে কারো কারো কাছে। যেমন, টস শেষে অস্ট্রেলিয়া অধিনায়ক অধিনায়ক মাহমুদুল্লাহর হাত থেকে প্লেয়ার্স লিস্ট নেয়ার সময়কার অতিসতর্কতা। তাছাড়া কোয়ারেন্টাইন ইস্যুতে মুশফিক-লিটনকে খেলায় অন্তর্ভুক্ত না করাও কারো কারো কাছে একটু বেশিবেশিই মনে হয়েছে।

খেলা শেষেও দেখা গেলো একইরকম দৃশ্য। করোনার অজুহাতে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ম্যাচে বিজয়ী বাংলাদেশ দলের ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য বিনিময়ও করলেন না। বরাবরের মতো তারা হাত মেলাননি, এমনকি কাছেও আসেননি। ২০ গজ দূর থেকে ইশারায় অভিনন্দন জানিয়ে চলে গেছেন তারা।

করোনার মধ্যে বাংলাদেশের অন্যান্য সব ম্যাচেই দেখা গেছে করোনা সতর্কতা বজায় রাখলেও তারা পরস্পর হাত মিলিয়েছেন। ভারত ও শ্রীলংকা সিরিজেও দেখা গেছে দুদলের ক্রিকেটাররা হাত মিলিয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply