স্মরণীয় জয়ের পর যা বললেন মাহমুদউল্লাহ

|

ছবি: সংগৃহীত

মিরপুরে টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা। ১৩১ রানের ছোট্ট পুঁজি নিয়েও শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারানোয় সবার মাঝে বাড়তি উল্লাস কাজ করাই স্বাভাবিক। তবে অধিনায়ক মাহমুদউল্লাহ বললেন, মাটিতে পা রাখছে তারা।

ম্যাচ শেষে জয়ের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মাহমুদউল্লাহ বলেন, দলগতভাবে আমরা আলোচনা করেছিলাম যে, আমাদের বোর্ডে ১০ রান কম ছিল। তাই ভালো বোলিং ও ফিল্ডিং করা দরকার ছিল। দারুণ ব্যাপার হচ্ছে যে, মাঠে জয়ের ক্ষুধা ছিল সবার মাঝেই। বোলাররা দারুণভাবে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে। প্রথম বল থেকেই যে আক্রমণাত্মক মনোভাবের দরকার ছিল সেটা আমরা দেখাতে পেরেছি।

অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে হারিয়ে ইতিহাস সৃষ্টি করার পরও মাহমুদউল্লাহ জানালেন, এখন এই জয়ের আনন্দে ভেসে যাওয়ার সুযোগ নেই। ম্যাচটি জিতেছি আমরা, এটা এখানেই শেষ। সিরিজের আরও ম্যাচ বাকি আছে সামনে। তাই মাটিতে পা রাখছি আমরা। ম্যাচ বাই ম্যাচ উন্নতির চেষ্টা করবো। পরের ম্যাচগুলোতেও প্রথম বল থেকেই আধিপত্য বজায় রাখার চেষ্টা থাকবে আমাদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply