সৌদি সরকার ভিন্নমতাবলম্বী ও মানবাধিকারকর্মীদের উপর দমন-পীড়ন বাড়িয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। চলতি বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি আরব।
মঙ্গলবার (৩ আগস্ট) বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে সংস্থাটি।
ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থাটির দাবি, গেলো বছরের তুলনায় এ সংখ্যা দ্বিগুণ। সমালোচনার মুখে ২০২০ সালে ২৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিলো দেশটি। কারণ ২০১৯ সালে সর্বোচ্চ ১৮৫ জনের ফাঁসি বাস্তবায়নের পর আন্তর্জাতিক নিন্দা-সমালোচনার মুখে পড়তে হয় সৌদি আরবকে। এর জেরে জি-টোয়েন্টির প্রেসিডেন্সি চলে যায় দেশটির হাত থেকে। ইতালির কাছে ক্ষমতা হস্তান্তরের পর আবারও বৃদ্ধি পায় মৃত্যুদণ্ডের পরিধি।
অ্যামনেস্টির অভিযোগ, বিচার কার্যক্রমও সুষ্ঠু-নিরপেক্ষ নয়। এছাড়া, ফাঁসি কার্যকরের আগে অমানুষিক নির্যাতনের মাধ্যমে স্বীকার করানো হয় অপরাধ।
Leave a reply