পিসিএলে টানা তিন ম্যাচে দারুণ বোলিং করলেও চতুর্থ ম্যাচে ছন্দ ধরে রাখতে পারলেন না মোস্তাফিজ। কাটার মাস্টারের নির্বিষ বোলিংয়ে পিএসএলে টাই ম্যাচ সুপার ওভারে হেরে গেছে লাহোর কালান্দার্স। মোস্তাফিজের সুপার ওভারেই তাদের হারিয়ে দিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড।
নিদাহাস ট্রফির আগে পিএসএলে শেষ ম্যাচ খেললেন মোস্তাফিজুর রহমান। শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় লাহোর। ইসলামাবাদকে ৯ উইকেটে ১২১ রানেই থামিয়ে দেয় তারা। ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন ইয়াসির শাহ। এদিন মোস্তাফিজ বাকিদের তুলনায় ছিলেন ব্যয়বহুল। ৪ ওভারে ৩৯ রান দিয়ে নেন একটি উইকেট।
এরপর লাহোর খেলতে নামলে রোমাঞ্চ ছড়ায় গুটিয়ে যাওয়ার আগ পর্যন্ত। অলআউট হয়ে যায় ১৯ দশমিক ৪ ওভারে, সেই ১২১ রানেই।
টাই হওয়ায় খেলা সুপার ওভারে গড়ালে ইসলামাবাদকে ১৬ রানের লক্ষ্য দেয় লাহোর। সুপার ওভারে খরুচে মোস্তাফিজের ওপরই ভরসা রাখেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তবে আস্থার প্রতিদান দিতে পারেননি কাটার মাস্টার। শেষ বলে যখন ৩ রান প্রয়োজন তখন ছয় মেরে ইসলামাবাদের জয় নিশ্চিত করেন আন্দ্রে রাসেল।
Leave a reply