উত্তরা পূর্ব থানায় আসামি মৃত্যুর প্রতিবাদে বগুড়ায় সড়ক অবরোধ

|

মরদেহবাহী অ্যাম্বুলেন্স নিয়ে পরিবহণ মালিক-শ্রমিকরা সড়ক অবরোধ করে।

বগুড়া ব্যুরো:

ঢাকার উত্তরা পূর্ব থানায় মাদক মামলায় রিমান্ডে আসামি মৃত্যুর প্রতিবাদে মরদেহ নিয়ে বগুড়া-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে পরিবহণ মালিক-শ্রমিকরা। মৃত লিটন (৪৫) বগুড়ার ট্রাক চাল ছিলেন।

বুধবার (৪ আগস্ট) লিটনের মরদেহ তার এলাকা বগুড়ায় আনার পর মরদেহবাহী অ্যাম্বুলেন্স নিয়ে পরিবহণ মালিক-শ্রমিকরা বেলা সাড়ে ১১টার দিকে ভবের বাজার এলাকায় সড়ক অবরোধ করেন।

এ সময় আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে মালিক-শ্রমিক নেতারা অভিযোগ করেন, পুলিশি নির্যাতনেই মৃত্যু হয়েছে লিটনের। ৭ আগস্টের মধ্যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে ও দোষীদের চিহ্নিত করা না হলে, ৮ আগস্ট থেকে উত্তরের ১৬ জেলায় পরিবহণ ধর্মঘটের হুঁশিয়ারিও দেন তারা।

বগুড়া ট্রাক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মণ্ডল জানান, বগুড়ার ট্রাক চালক লিটন গত ৩০ জুলাই নারায়ণগঞ্জে সরকারি গুদামে ট্রাক থেকে চাল আনলোড করছিলেন। এ সময় সেখান থেকে তাকে র‍্যাব সদস্যরা আটক করেন। পরে তাকে মাদকসহ উত্তরা পূর্ব থানায় সোপর্দ করা হয়। সেখানে রিমান্ডে থাকা অবস্থায় থানা হাজতে মঙ্গলবার (৩ আগস্ট) তার মৃত্যু হয়।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply