নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানার আগুনে নিহতদের মধ্যে ২৪ জনের মরদেহ হস্তান্তর করা হচ্ছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু হয়।
সিআইডি’র অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন জানান, শনাক্ত বাকি মরদেহ আগামী শনিবার হস্তান্তর করা হবে। তিন জনের মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। তাদের শনাক্তে কাজ চলছে।
এ সময় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজুর রহমান জানান, মরদেহ দাফনের জন্য প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার করে টাকা দেয়া হচ্ছে।
এর আগে নিহত ও তাদের স্বজনদের ডিএনএ পরীক্ষায় শনাক্ত ৪৫ জনের পরিচয় নিশ্চিত করে সিআইডি। গত ৮ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে সেজান জুস কারখানায় আগুন লাগে। মোট ৫১ জনের প্রাণ যায় সেই আগুনে।
ইউএইচ/
Leave a reply