আফগান সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে পাকিস্তান

|

আফগানিস্তানে চলমান অস্থিরতার মধ্যে দেশটির সীমান্তে দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণকাজ শেষ করছে পাকিস্তান। এরই মধ্যে দুই দেশের মধ্যকার সীমান্তের ৯০ শতাংশ এলাকায় বেড়া তৈরি শেষ।

চলতি বছরই বাকি কাজ শেষ হবে বলে জানিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ। পাকিস্তান সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে চলছে এই নির্মাণকাজ। ২ হাজার ৬শ কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত বেড়া তৈরির কাজ শুরু হয় ২০১৭ সালে। মূলত আফগানিস্তান থেকে উগ্রপন্থী এবং আশ্রয়প্রার্থীদের ঢল ঠেকাতেই এই উদ্যোগ নেয়া হয়। প্রায় ১৩ ফুট উচ্চতার এসব বেড়া কংক্রিট এবং তারকাঁটা দিয়ে তৈরি করা হয়েছে। পাশাপাশি থাকবে ক্লোজ সার্কিট ক্যামেরা। তবে শুরু থেকেই এই সীমান্ত বেড়া নির্মাণের বিরোধিতা করে আসছে আফগানিস্তান সরকার।

পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডার কর্নেল রিজওয়ান নাজির বলেন, শুধু অনুপ্রবেশ ঠেকানোই নয়, এমনভাবে এই দেয়াল নির্মাণ করা হয়েছে, যেন এর আশেপাশের এলাকাগুলোতেও যেন নজরদারি চালাতে পারি। তিনি যুক্ত করেন, এই দেয়াল নির্মাণের ফলে শুধু মানুষ কেন, একটা পাখিও আমাদের নজরের বাইরে থাকতে পারবে না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply