করোনার টিকা ছাড়াই সিরিঞ্জ পুশ, সেই স্বাস্থ্যকর্মীকে অব্যাহতি

|

দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

টাঙ্গাইলে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা গ্রহীতাদের ভ্যাকসিন না দিয়ে কেবল সিরিঞ্জ প্রবেশ করার অভিযোগে উপজেলার সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ অনুযায়ী অসদাচরণের কারণে সাজেদা আফরিনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি নিয়ম অনুযায়ী বেতন পাবেন।

উল্লেখ্য, গত রোববারে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ নম্বর বুথে নিবন্ধনকারীদের করোনার টিকা দেন হাসপাতালের সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন। তিনি টিকা গ্রহণকারীদের অনেকের শরীরে সিরিঞ্জ প্রবেশ করে সিরিঞ্জে থাকা ডোজ পুশ না করেই বের করে ফেলছিলেন। পরে তিনি টিকাসহ সিরিঞ্জগুলো বাইরে ফেলে দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply