বাংলাদেশের সাংবাদিকদের জন্য ‘সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন বাংলাদেশ’ (সিসিএবি) ফেসবুকের সাথে যৌথভাবে ‘ফেসবুক ফান্ডামেন্টালস্ ফর নিউজ’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করছে। এই উদ্যোগে অংশীদার হিসেবে রয়েছে কলম্বোভিত্তিক ‘সেন্টার ফর ইনভেস্টিগেটিভ রিপোর্টিং’ (সিআইআর)। প্রশিক্ষণটি করানো হবে মোবাইল প্ল্যাটফর্মে বিগস্প্রিং অ্যাপের মাধ্যমে। এ প্রশিক্ষণের লক্ষ্য ২০২১ সালের শেষ নাগাদ অন্তত ১০০০ সাংবাদিককে প্রশিক্ষণ দেয়া।
বৃহস্পতিবার (৫ আগস্ট) জুমের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
ভার্চুয়ালি আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি অ্যান্ড গভর্ন্যান্স ইউনিটের ডিরেক্টর রেনডেল ওলসন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান, ইউনিভার্সিটি অব লিবারেল আটর্স এর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমের অধ্যাপক জুড জেনিলো।
মোবাইল ভিত্তিক এ প্রশিক্ষণ ইংরেজি ও বাংলা উভয় ভাষায় দেয়া হবে। অনলাইন নিরাপত্তা, ফেসবুকে স্টোরিটেলিং এবং সংবাদ সংগ্রহের বিষয়ে ধারণা দেয়াই কর্মসূচিটির লক্ষ্য। ওয়েব ও মোবাইল দুই মাধ্যমেই প্রশিক্ষণে অংশ নেয়া যাবে।
অ্যাপেল ও অ্যান্ড্রয়েড দুই ধরনের ফোনের মাধ্যমেই সাংবাদিকরা এই প্রশিক্ষণের রেজিস্ট্রেশন করতে পারবেন।
Leave a reply