করোনা: বিশ্বে টানা তৃতীয় দিনের মতো দৈনিক ১০ হাজারের বেশি মৃত্যু

|

করোনা: বিশ্বে টানা তৃতীয় দিনের মতো দৈনিক ১০ হাজারের বেশি মৃত্যু

ছবি: সংগৃহীত

টানা তৃতীয় দিনের মতো করোনাভাইরাসে দৈনিক ১০ হাজারের বেশি মৃত্যু দেখলো বিশ্ব। মোট প্রাণহানি ৪২ লাখ ৮০ হাজারের মতো।

সংক্রমণ শনাক্তের দিক থেকে আবারও শীর্ষে যুক্তরাষ্ট্রে। গেলো তিনদিন যাবৎ লাখের ওপর মানুষের শরীরে মিলেছে করোনার উপস্থিতি।

বৃহস্পতিবার মার্কিন মূলুকে প্রাণ হারান ৫৫৭ জন। অবশ্য দৈনিক মৃত্যুর দিক থেকে বর্তমানে সবার ওপরে ইন্দোনেশিয়া। এদিন ১৭শ’ ৪০ জন মারা গেলো দেশটিতে। পরের অবস্থানেই ব্রাজিল, ২৪ ঘণ্টায় লাতিন দেশটি দেখলো ১১শ’র কাছাকাছি প্রাণহানি। এদিন- রাশিয়ায় ৭৯৪, মেক্সিকোয় ৬১১, ভারত ও ইরানে সাড়ে ৪শ’ মানুষের মৃত্যু লিপিবদ্ধ করা হয়। বিশ্বজুড়ে ৭ লাখের মতো নতুন সংক্রমণ শনাক্ত হলো একদিনে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply